সূচনার পর এগোয়নি কোচবিহারের সুইমিং পুলের কাজ

শিবশংকর সূত্রধর, কোচবিহার, ৪ মার্চঃ মাসখানেক আগে রীতিমতো পুজো করে কোচবিহার স্টেডিয়ামে সুইমিং পুলের নির্মাণকাজের সূচনা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু একমাস পেরিযে গেলেও সেখানকার আবর্জনা খানিকটা পরিষ্কার করা বাদে উল্লেখযোগ্য আর কোনো কাজই হয়নি। কোচবিহারের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যদিও নির্মাণকাজ সেভাবে শুরু না হওয়ায় ক্ষোভ দেখা যাচ্ছে ক্রীড়া মহলে। তার উপর বর্ষা দোরগোড়ায় এসে পড়ায় কাজের গতি কতটা থাকবে তা নিযে ধোঁয়াশা দেখা গিয়েছে। শীঘ্রই জোরকদমে কাজ শুরু করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেছেন, সুইমিং পুল তৈরির কাজ শুরু হয়েছে।

কোচবিহারে সুইমিং পুলের অভাবে কখনও সাগরদিঘি আবার কখনও রাজমাতাদিঘিতে ঝুঁকি নিযে সাঁতার শেখানো হত। যদিও প্রশাসনিক নিষেধাজ্ঞায় সাগরদিঘিতে সাঁতারের প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে সাঁতার শেখার উপযুক্ত স্থান না পেযে কয়েক দশকের পুরোনো সুইমিং পুল নির্মাণের দাবি জোরালো হযে ওঠে। সেই দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে প্রায় ৭ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিকমানের সুইমিং পুল তৈরি করার উদ্যোগ নেওয়া হয় কোচবিহার স্টেডিয়ামে। ৫০ মিটার দৈর্ঘ্য ও ২৫ মিটার প্রস্থবিশিষ্ট এই সুইমিং পুলটিতে থাকবে ১০টি লেন। গরম জলের ব্যবস্থাও থাকবে সেখানে। সাঁতারের প্রশিক্ষণ থেকে শুরু করে সাধারণ মানুষও এখানে টাকার বিনিময়ে সাঁতারের সুযোগ পাবেন। ক্লাব হাউসের ব্যবস্থাও থাকবে। আন্তর্জাতিকমানের যেকোনো সাঁতার প্রতিযোগিতার আযোজন এখানে করা যাবে। গত ২৩ জানুয়ারি দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুইমিং পুলটির শিলান্যাস করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি এই সুইমিং পুলের নির্মাণকাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যদিও তারপর একমাস পেরিযে গেলেও কাজের গতি এগোয়নি। বুধবার কোচবিহার স্টেডিয়ামে গিযে দেখা গেল যেখানে সুইমিং পুলটি নির্মাণ করা হবে সেখানকার কিছু আবর্জনা পরিষ্কার করা হয়েছে। মাঝে কয়েকবার পাম্পসেট বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু তার বেশি দৃশ্যত উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। ১৬ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তার মধ্যে একমাস পেরিয়ে গিয়েছে। দ্রুত জোরকদমে কাজ শুরুর দাবিও উঠেছে। কোচবিহার জেলা সাঁতার সংস্থার সম্পাদক কৃষ্ণ দেবনাথ জানিয়েছেন, আমাদের দীর্ঘদিনের দাবি মেনে সুইমিং পুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার কাজটি সময়মতো সম্পন্ন করা হোক। প্রসঙ্গত, জেলার তুফানগঞ্জ মহকুমায় একটি সুইমিং পুল রয়েছে। তবে সেখানে বড়ো কোনো হোটেল কিংবা উন্নতমানের পরিকাঠামো না থাকায় সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনে সমস্যা রয়েছে বলে ক্রীড়ামহলের দাবি। সেক্ষেত্রে কোচবিহার শহরে আন্তর্জাতিকমানের সুইমিং পুলটি তৈরি হযে গেলে এখানে বড়ো প্রতিযোগিতার আযোজন করা যেতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J04shQ

March 04, 2019 at 12:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top