নয়াদিল্লি, ৪ মার্চঃ এশিয়ান গেমসে ফিরে আসছে ক্রিকেট। অলিম্পিক কমিটি অফ এশিয়ান ভাইস প্রেসিডেন্ট রণধীর সিং জানিয়েছেন, ২০২২ সালে হাঙঝৌ এশিয়াডে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
২০১০ ও ২০১৪ সালের এশিয়াডে ক্রিকেট ছিল। তবে ব্যস্ত সূচির কারণে ভারতের মহিলা ও পুরুষ কোনো টিমই অংশ নেননি এশিয়াডে। প্রথমবার পুরুষদের সোনা জিতেছিল শ্রীলঙ্কা, পরের বার বাংলাদেশ। ২০১৮ সালের জাকার্তা এশিয়াডে ক্রিকেট ছিল না। রণধীর সিং বলেছেন, ‘হাতে তিন বছরের বেশি সময় আছে হাঙঝৌ এশিয়াডের। আমরা এখনই তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে রাখছি ওই এশিয়াডে অংশ নিতে। ভারত অংশ নিলে প্রতিযোগিতার গুরুত্ব বাড়বে।’ এর আগে এশিয়াডে টি-টোয়েন্ট ফরম্যাটে ক্রিকেট হয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TtAGGv
March 04, 2019 at 12:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন