প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। ৭ মার্চ বনানী আর্মি স্টেডিয়ামে পঞ্চম বার আয়োজিত এই কনসার্টটির আয়োজন করছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা। প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড দল। কনসার্টে থাকছে বে অব বেঙ্গল, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট। প্রতিটি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো পরিবেশন করবে। এছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ১ মার্চ থেকে ইয়াং বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে (https://ift.tt/2XuBolT) নিবন্ধন করা শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হচ্ছে। বিকাল সোয়া তিনটায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত। আরএস/ ০৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UnjOyw
March 04, 2019 at 06:47PM
04 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top