হোলিতে পথ দুর্ঘটনা রুখতে হাসিমারায় কড়া পুলিশি টহলদারি  

হাসিমারা, ২২ মাচঃ হোলি উৎসব শান্তিপূর্ণ রাখতে ও দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে হাসিমারা ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হাসিমারা ফাঁড়ির ট্রাফিক পুলিশ বিভিন্ন এলাকায় মদ‍্যপ বাইক চালকদের ধরতে টহলদারি শুরু করেছে। মুখে যন্ত্র লাগিয়ে বাইক চালক ম‍দ‍্যপ অবস্থায় রয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখছেন পুলিশ কর্মীরা। হাসিমারা ফাঁড়ির ট্রাফিক ওসি বিজয় দে বলেন, ‘হোলি উৎসব শান্তি পূর্ণ রাখতে ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় দিনভর টহলদারি চলবে।’ সংবাদদাতাঃ সমীর দাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HO5j3k

March 22, 2019 at 12:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top