আইপিএলে নজরদারি করতে চায় আইসিসি, প্রস্তাব খারিজ বিসিসিআইয়ের

নয়াদিল্লি, ৪ মার্চঃ এবার আইপিএলে হস্তক্ষেপ করতে আগ্রহী আইসিসি। আইপিএল-সহ সমস্ত বেসরকারি টি২০ লিগের ওপর নজরদারি করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে সূত্রের খবর, বিসিসিআই সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
জানা গিয়েছে, আইপিএল-সহ সব ব্যক্তিগত উদ্যোগের টি২০ লিগকে একই নিয়মকানুনের মধ্যে আনতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। সেই কারণে ‘ওয়াচডগ’ হিসেবে কাউকে নিযুক্ত করতে চায় তারা। এই কাজে আইসিসি-র চিফ অপারেটিং অফিসার আইয়েন হিগিনস এবং মিডিয়া রাইটস হেড আরতি সিং ডাবাস একটি ইভেন্টস স্যাংশনিং গ্রুপ তৈরি করতে চেয়েছিল। কিন্তু আইপিএল-এ নজরদারির প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বক্তব্য, ‘আইপিএল সম্পূর্ণ ভাবে ভারতীয় ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। রঞ্জি ট্রফির মতই এর সঙ্গে আইসিসি-র কোনও সম্পর্ক নেই।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NHBvWP

March 04, 2019 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top