ঢাকা, ০৫ মার্চ- ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী অসুস্থ হয়ে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে শুটিং স্পটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পরেন তিনি। পরে তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিনেত্রী ঊর্মিলা জানান, হঠাৎ করে প্রেসার কমে যাওয়ায় এমন হয়েছে। এখন চিকিৎসাধীন আছেন তিনি। আজ (মঙ্গলবার) আমাদের নাটকের শুটিং ছিল। আমরা সবাই সেটে ছিলাম আর দিদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তিনি আরও বলেন, অন্যরা শুটিং করছে। আমি দিদির সাথে রয়েছি। সুবর্ণা মোস্তফা আপা উনার টেক কেয়ার করছেন। উত্তরার আপন ঘর ১ শুটিং বাড়িতে তার নিজের নাটকের শুটিং ছিল। নীল রঙা মন শিরোনামের এই নাটকের শিল্পী ছিলেন ঊর্মিলা, প্রণীল, আইরিন আফরোজ ও লায়লা হাসান প্রমূখ। আর/০৮:১৪/০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TqerBi
March 05, 2019 at 08:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top