লখনউ, ৭ মার্চঃ ফের নিগ্রহের শিকার হলেন দুই কাশ্মীরি ব্যবসায়ী। এবার ঘটনাস্থল লখনউয়ের দালিগঞ্জ এলাকা। বুধবার বিকালে রাস্তায় ওই দুজনকে মারধর করে একটি সংগঠনের সদস্যরা। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর থেকে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের হয়রানি, মারধরের অভিযোগ এসেছে। ওই দুই কাশ্মীরি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লখনউয়ের বাসিন্দা। বুধবার বিকাল পাঁচটা নাগাদ তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের একজনকে বলতে শোনা যায়, কাশ্মীরের বাসিন্দা বলেই দুজনকে মারা হচ্ছে। পরে স্থানীয় ব্যবসায়ীরাই দুজনকে উদ্ধার করেন। গোটা ঘটনার ভিডিয়ো করেন একজন। ভিডিয়োয় দেখা গিয়েছে, মূল অভিযুক্ত নিজেরে বিশ্ব হিন্দু দল নামে একটি সংগঠনের সভাপতি বলে দাবি করেছে। যদিও পরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। দেশ জুড়ে একের পর এক রাজ্যে এই ধরনের ঘটনার জেরে দায়ের হওয়া এক আবেদনের ভিত্তিতে, সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় দশটি রাজ্যে থাকা কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকার ও কেন্দ্রকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H65PtB
March 07, 2019 at 12:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন