ঢাকা, ০১ মার্চ- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। ছোট পর্দার বাইরেও তাকে দেখা গিয়েছে বড় পর্দায়। বেশ কিছু চলচ্চিত্রে কাজ করে প্রশংসিতও হয়েছেন তিনি। কিন্তু তার বর্তমান ব্যস্ততা টিভি নাটক নিয়েই। সম্প্রতি তার ব্যস্ততা ও সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেন বিডি২৪লাইভের সঙ্গে। এই সময়ে ধারাবাহিক নাটকেই বেশি দেখা যাচ্ছে তাকে। একাধারে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে তার নাটক। প্রচারিত নাটকগুলো থেকে সাড়া পাওয়া প্রসঙ্গে তিনি জানান, ধারাবাহিকগুলোর জন্য দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আর এখন তো সবকিছু আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। একটি নাটক প্রচারের পরেই অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। তিনি আরও বলেন, এ ছাড়াও নাটক টেলিভিশনের বাইরে এখন ইউটিউবেও দেখার সুযোগ থাকছে। দর্শকরা সেখানে তাদের মন্তব্য জানাচ্ছে। আর এটার কারণে দর্শক অভিমতটা সহজেই জানা যাচ্ছে। ভালো কিছু হলে সেটা তো নিচ্ছি সেই সাথে মন্দগুলো থেকেও নিজের ত্রুটিগুলো জানতে পারছি। পরবর্তী কাজে সেটা মাথায় রেখে কাজ করতে পারব। বর্তমান সময়ে নাটকের মান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে এখন অনেক নাটক নির্মাণ হচ্ছে এবং আমি মনে করি, ভালো নাটক নির্মাণ হচ্ছে। তবে এখন নাটকের বড় সমস্যা হলো বাজেট। নাটকে পর্যাপ্ত পরিমাণে বাজেটই নেই। টিভি চ্যানেলগুলো যদি একটু আন্তরিক হয় তাহলে এটি পরিবর্তন সম্ভব। এ ছাড়া যারা নাটক নির্মাণ করছেন তাদের শিল্পী নির্বাচনে মনোযোগ দিতে হবে। গল্প নুযায়ী শিল্পী নির্বাচন করলে সেই নাটকটি ভালোভাবে নির্মাণ করা সম্ভব। গৎবাঁধা চরিত্রে একই শিল্পীকে অনেকবার দেখা যায়। বিভিন্ন কাজে একই চরিত্রে হাজির হন শিল্পীরা কিন্তু সেখানে কোন ভিন্নতা খুঁজে পাওয়া যায় না। নিজের কাজের ক্ষেত্রে সেটার গুরুত্ব কতুটুকু! এমন প্রশ্নে তিনি বলেন, গতানুগতিক নায়িকা হতে হবে এমনটা কখনো ভাবি না। আমি সব সময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। আমি যে নাটকগুলোতে অভিনয় করছি সবকটাতে আমার চরিত্রের গুরুত্ব আছে। কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভিন্নতা থাকে। ২০০৭ সালে এই অভিনেত্রীর শত্রু শত্রু খেলা ছবিটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। পরে আরো কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে। কিন্তু এই সময়ে চলচ্চিত্রে নেই তিনি। চলচ্চিত্রে ফেরা নিয়ে বলেন, চলচ্চিত্র থেকে সরে দাঁড়াইনি। এখন তো আমাদের এখানে ঠিকমত চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। আবার কিছু চলচ্চিত্র ঘোষণা দিয়েই বন্ধ হচ্ছে। কিছু ছবি মহরত পর্যন্ত ঠেকে, কিন্তু এরপর আর কোন খোঁজ খবর থাকেনা সেই ছবির। এ ছাড়া আগের সময়ের অনেক অভিনেত্রীই এখন চলচ্চিত্রে নেই। সবাই যে কারণে নেই আমারও সেই একই কারণ। অর্থাৎ এখন আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো না। মাঝে মধ্যে দু-একটি ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এটি সত্যি। চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বাড়লে সিনিয়র অভিনেত্রীরা অভিনয়ে ফিরবেন বলে আমি মনে করি। আমিও চলচ্চিত্রে অভিনয় করতে চাই। যদি মনের মতো কোনো গল্প-চরিত্র পাই তাহলে আবারো নতুন কোন চলচ্চিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। অভিনয়ের বাইরে তিনি একজন উপস্থাপকও। নিয়মিতই উপস্থাপনা করে যাচ্ছেন। বাংলাভিশনে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান সোনালি দিনের রুপালি গল্প অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এটি প্রতি শনিবার সন্ধ্যায় প্রচার হচ্ছে। অভিনয়ের পাশাপাশি ভালোলাগা থেকেই উপস্থাপনা করেন বলে জানান তিনি। এদিকে স্বাগতা তার বাবার আনন্দম সংগীতাঙ্গনপ্রতিষ্ঠানে অভিনয়ের ক্লাস নেন। তিনি বলেন, বাবার আনন্দম সংগীতাঙ্গন গানের স্কুলটি আমরা চালু রেখেছি। সেখানে বাচ্চারা গান ও অভিনয় শিখছে। গানের ক্লাস নেন আমার ছোটবোন সভ্যতা। আমি অভিনয়ের ক্লাস নিচ্ছি। তাদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। এন এ / ০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NBw9fM
March 01, 2019 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top