৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

চলতি অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার ড. জাহাঙ্গীর ফিরোজ, প্রণোদনা ভুক্ত কৃষক ইউসুফ আলী।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার ৩ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে আউশ বীজ, ১৫ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। চাষীদের চাষাবাদে উৎসাহ বাড়ানো ও উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2GzTtbU

April 23, 2019 at 05:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top