ঢাকা, ২৩ এপ্রিল- সমালোচকদের দেখিয়ে দিলেন সৌম্য সরকার। প্রমাণ করলেন বিশ্বকাপে বাংলাদেশ দলে তার জায়গা পাওয়াটা কোনও ভুল ছিল না। বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে (লিস্ট এ ও আন্তর্জাতিক ওডিআই মিলে), এই প্রথম কোনও ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের শেষ রাউন্ডে এই কীর্তি গড়েন আবাহনী লিমিটেডের হয়ে খেলা এই ব্যাটসম্যান। তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ভর করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারায় আবাহনী। এই জয়ে লিগ শিরোপাও ঘরে উঠল ধানমন্ডির ক্লাবটির। রকিবুল হাসানকে পেছনে ফেলে ১৪৯ বলে ২০০ রান করেছেন সৌম্য। এর আগে ২০১৭ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এই আবাহনীর বিপক্ষে ১৩৮ বলে রকিবুলের ১৯০ ইনিংসটিই এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। আর সৌম্যর আগের সেরা ছিল ১৫৪ রান। এমএ/ ০৫:০০/ ২৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W27hkK
April 23, 2019 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top