কলকাতা, ২৯ এপ্রিল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিশন (আইপিএল) জয় দিয়ে শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে দিনেশ কার্তিকের দল। ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৩২ রানে বড় সংগ্রহ গড়ে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৮ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ২৩৩ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। এরপর হারদিক পান্ডিয়া ছাড়া কোন ব্যাটসম্যানই রানের দেখা পানি। ব্যাট হাতে একাই লড়ে যান তিনি। তবে রানরেটের চাপ কমাতে পারেনি পান্ডিয়া। ৩৪ বলে ৯১ রানে এক টর্নেডো ইনিংস খেলে আউট হন পান্ডিয়া। এতে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৭ উইকেটে ১৯৮ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ৩২ রানের সহজ জয় তুলে নেয় কলকাতা। সুনিল নারাইন, অ্যান্ড্রু রাসেল ও গুরনে দুটি এবং পিজুশ চাওলা একটি উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতাকে দারুণ সূচনা এনে দেন সাবম্যান গিল ও ক্রিস লিন। ৯৬ রান আসে তাদের ব্যাট থেকে। ২৯ বলে ৫৪ রান করে আউট হন লিন। এরপর দ্বিতীয় উইকেটে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৬২ রান যোগ করেন সাবম্যান গিল। ৪৫ বলে ৭৬ রান করে আউট হন তিনি। ইনিংসের বাকি অংশটুকু একাই টেনে নিয়ে যান রাসেল। ৪০ বলে ৮০ রানের ইনিংস খেললে ২ উইকেটে ২৩২ রানে রড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা। আইপিএল ইতিহাসে এটি কলকাতার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুম্বাইয়ের রাহুল চাহার ও হারদিক পান্ডিয়া ১টি করে উইকেট নেন। এ জয়ে পঞ্চম স্থানে থেকে আইপিএল মিশন শেষ করলো কলকাতা। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে কোয়ালিফায়ার পর্ব নিশ্চিত করেছে মুম্বাই। সূত্র: বাংলা নিউজ এমএ/ ০৫:০০/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2XPQnX5
April 29, 2019 at 11:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top