মার্ভেল কমিকস এর অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি অ্যাভেঞ্জার্স এন্ডগেম ছবিটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলগুলোতে অগ্রিম টিকিট বিক্রির হুলস্থুল পড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। গত ২৬ এপ্রিল বিশ্বব্যাপি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। অবিশ্বাস্য আয়ের রেকর্ড করে ফেলেছে মাত্র দুদিনেই। ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৬৪৪ মিলিয়ন ডলার! গুগল বলছে বাংলাদেশি টাকায় সংখ্যাটি ৫৩,৯৮৯,৪১৮,০০০ (৫ হাজার ৩ শত ৯৮ কোটি ৯৪ লাখ ১৮ হাজার) টাকা! মাত্র দুইদিনেই এই আয় জানান দিচ্ছে বেশ বড় আয়ের পথে হাঁটছে সুপারহিরোদের প্রতিহিংসার গল্পের ছবিটি। অ্যাভেঞ্জার্সর ছবি ইনফিনিটি ওয়ারর প্রথম সপ্তাহের আয় ছিলো ৬৪১ মিলিয়ন ডলার। সে তুলনায় সপ্তাহের প্রথম দুই দিনেই এন্ডগেমের আয় ছাড়িয়ে গিয়েছে ইনফিনিটি ওয়ারের আয়ের পরিসংখ্যানকেও। ছবিটি আমেরিকায় এখন পর্যন্ত আয় করেছে ১৫৬ মিলিয়ন ও বিশ্বব্যাপী আয় করেছে ৪৮৮ মিলিয়ন ডলার। ছবিটি চীনেই ব্যবসা করেছে ২৭০ মিলিয়ন ডলারের। মুক্তির প্রথম সপ্তাহে এমন অংকের কাছাকাছি আয় করেছিলো কেবল ইনফিনিটি ওয়ার ও ২০১৭ সালে মুক্তি পাওয়া দ্য ফ্যাট অব দ্য ফিউরিয়াস ছবিটি। এমএ/ ০৬:২২/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GFbBjn
April 29, 2019 at 12:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top