কলকাতা, ৩ এপ্রিলঃ বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে দলের পুরনো জাতীয়তাবাদ অস্ত্রেই শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, কৃত্রিম উপগ্রহ ধ্বংস, কংগ্রেসের পরিবারতন্ত্র-এই সবই ছিল মোদির ইশ্যু। তাঁর আমলেই, ‘দেশ সাহস দেখিয়েছে’ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘আপনারাই বলুন, ৫ বছরের ভিতরের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, মহাকাশে স্ট্রাইক কে করে দেখিয়েছে?’ ভিড়ের মধ্যে ‘মোদি, মোদি’ রব উঠলে প্রধানমন্ত্রী বলেন, ’আমি নই, আপনাদের ভালবাসা ও সহযোগিতাতেই এইসব হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলওয়ামার শহিদদের অপমান করা হয়েছে।’ কংগ্রেস দেশের ‘সুরক্ষার সঙ্গে খেলা’ করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তৃণমূলকেও ‘কংগ্রেসের পাপের ভাগিদার’ বলেন তিনি।
কংগ্রেসের ইস্তাহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেনা জওয়ানদের চৌকিদার বলেছিলাম, ওদের সহ্য হল না। তাই সেনার রক্ষাকবচ আফস্পা আইন প্রত্যাহার করেছে। কংগ্রেস সেনার মনোবল কমিয়ে দিতে চাইছে। আমি তা হতে দেব না।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ইউনাইটেড ইন্ডিয়ার ব়্যালি হয়েছিল ব্রিগেডে। সেই প্রসঙ্গে মোদি বলেন, ‘কিছুদিন আগে এখানে মেলা বসেছিল। অন্য রাজ্য থেকে নেতা বাংলায় এসেছিল, শুধু ‘মোদি হটাও’ বলার জন্য। আরে ভাই কেন হঠাতে চান? মোদি কি এমন অন্যায় করেছে? গরিবদের বাড়ি, শৌচাগার, রান্নার গ্যাস, বিদ্যুৎ, বিনামূল্য চিকিৎসা, এসব দেওয়া যদি অন্যায় হয়, তাহলে আমি সেই অন্যায় করেছি।’
The post ব্রিগেডের মঞ্চে জাতীয়তাবাদই হাতিয়ার মোদির appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FWfkdo
April 03, 2019 at 06:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন