দিনহাটা থেকে প্রধানমন্ত্রীকে পালটা আক্রমণ মোদির

দিনহাটা, ৩ এপ্রিলঃ শিলিগুড়ির কাওয়াখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘উন্নয়নের স্পিডব্রেকার’ বলে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দিনহাটায় মোদিকে পালটা আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, ‘মোদি এখন প্রধানমন্ত্রী নন, উনি এক্সপায়ারিবাবু।’ এছাড়া মোদি বলেছিলেন, মমতা গরীবদের জন্য কিছু করেননি। এর পালটায় মমতা বলেন, ‘গত পাঁচ বছরে আপনি কী করেছেন? মোদি পাঁচ বছরে কী করেছেন, তার হিসাব দিক কেন্দ্র।’ মমতা বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য শস্যবীমার ব্যবস্থা করেছে।

এদিন দিনহাটার সংহতি ময়দানে কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে জনসভায় প্রধান বক্তা ছিলেন মমতা। সেখানে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আপনি বলেছেন রাজ্য গরিবদের জন্য কাজ করেনি। আপনি মুখোমুখি বিতর্কে বসুন। আমি জবাব দেব।’ রণংদেহি মেজাজে মমতা বলেন, ‘লজ্জা হয়, ঘৃণা হয় এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়ার জন্য। বাংলাকে চেনেন না আপনি। মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে।‘ 

কাওয়াখালিতে মোদি বলেছিলেন, পাকিস্তানে হামলা হলে মমতার গায়ে আঘাত লাগে। সেই প্রসঙ্গে মমতা বলেন,  ‘দেশপ্রেমের সার্টিফিকেট আপনার থেকে নেব না।‘  এছাড়া কোচবিহারের ছিটমহল সমস্যা, রাজবংশীদের সমস্যা, উত্তরবঙ্গের চা বাগান নিয়েও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান মমতা। তিনি বলেন, ‘ছিটমহল সমস্যা মিটিয়ে দিয়েছি।’ এদিন বিকালে কলকাতার ব্রিগেডে মোদির দ্বিতীয় জনসভা নিয়েও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি মোদী নই, আমি মিথ্যা কথা বলিনা। টাকার হাঙর যারা, তারা এখন ব্রিগেডে হ্যাঙ্গার করে সভা করছে। ব্রিগেডের সভাকে কটাক্ষ করে বলেন, ‘ব্রিগেডের ৮০ ভাগ বাদ দিয়ে ২০ ভাগ মিটিং। তাতে আবার হ্যাঙ্গার। মে মাসের পরে ওই হ্যাঙ্গারেই ঢুকে পড়তে হবে। মোদী যে গায়ের জোর দেখিয়ে মিথ্যা কথা বলছেন দাবি করে মমতা বলেন, ‘৫৬ ইঞ্চি ছাতি নিয়ে শুধু অপপ্রচার করছেন। নিজেদের কী ভাবেন! মানুষই এর জবাব দেবে।

The post দিনহাটা থেকে প্রধানমন্ত্রীকে পালটা আক্রমণ মোদির appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Vbigb7

April 03, 2019 at 06:30PM
03 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top