নয়া দিল্লী, ১৭ এপ্রিল- নিদাহাস ট্রফিতে দলের প্রয়োজনীয় মুহুর্তে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন দীনেশ কার্তিক। এছাড়া দলের প্রয়োজনীয় মুহুর্তে সবসময় হাজির হন তিনি। তারই ফলস্বরুপ ২০১৯ বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দলে কার্তিককে সুযোগ দেয় বোর্ড। বলে রাখা ভালো, আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদেরও আগে অভিষেক হয় কার্তিকের। দুঃখজনক ব্যাপার হলো, অভিষেকের পর তিনটি বিশ্বকাপে খেলা হয়নি তার। তবে চতুর্থবারে এসে কপাল খুলে তার। আর তাতেই বাজিমাতের অপেক্ষায় কার্তিক। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত কার্তিক। দল ঘোষণার পর ভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফুটে উঠেছে তা। এতোদিন বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়েই ক্রিকেট খেলেছি। ২ বছর আগে যখন ভারতীয় দলে ফের সুযোগ পাই তখন বিশ্বকাপে খেলারই লক্ষ্য স্থির করেছিলাম। এর আগেও বেশ কয়েকবার ইংল্যান্ড গিয়েছি, সেখানে খেলার অভিজ্ঞতাও আছে আমার। সেখানকার কন্ডিশ্ন সম্পর্কে ধারণা আছে। আশা করছি সেই অভিজ্ঞতা গুলোই এবার কাজে লাগাতে পারব। সূত্র: গো নিউজ২৪ আর এস/ ১৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Xl0O4r
April 17, 2019 at 07:41PM
17 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top