শিবগঞ্জে ২ ইটভাটায় এক লাখ টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা চালানোর দায়ে দুটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকায় সনি-বি ও সনি-২ নামে দুটি ইটভাটায় এই অর্থদন্ড করেন। এ সময় লাইসেন্সবিহীন অবৈধভাবে ভাটা পরিচালনা করা ও ফসলী জমিতে ভাটা স্থাপন করা এবং জ্বালানী কাঠ পুড়ানোর দায়ে ২ ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। এতে থানা পুলিশ, পল্লীবিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের টিম ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2U735OV

April 11, 2019 at 01:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top