মুম্বাই, ০৭ এপ্রিল- শাহরুখ খান, যিনি বলিউডে কিং খান নামে পরিচিত। বহু সংখ্যক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে বলিউডে রাজার আসন দখল করে আছেন তিনি। রূপালি পর্দার সেই জগত জয় করে তিনি এখন আলোচিত নাম ক্রিকেটাঙ্গনেও। তিনটি দেশের টি-টোয়েন্টি লিগে রয়েছে তার দল। এসব লিগের সুবাদে ক্রিকেটারদের সঙ্গে গড়ে উঠেছে অন্যরকম সখ্যতা। শাহরুখের অসাধারণ মানসিকতায় মুগ্ধ তার দলের ক্রিকেটাররা। শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে মাঠে আসেন দলকে উৎসাহ দিতে। তা সম্ভব না হলে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত চাঙ্গা করেন ক্রিকেটারদের। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক দীনেশ কার্তিক জানালেন, শাহরুখ খানের মতো মালিক পেয়ে গর্বিত তারা। গেল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পরে দলের কর্তাকেই কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক। তিনি বলেন, শাহরুখের মতো মানুষকে দলের মালিক হিসেবে পাওয়া পরম সৌভাগ্যের বিষয়। যেকোনো পরিস্থিতির সঙ্গে সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন উনি। এর ইতিবাচক প্রভাব পড়ে আমাদের ড্রেসিংরুমেও। তার মতো মানুষ খুব কমই রয়েছেন। শুধু আইপিএলে নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) দল রয়েছে শাহরুখের। সেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল আছে বলিউডের এই বাদশার । তাতে খেলে কেপটাউন নাইট রাইডার্স। কার্তিক বলছেন, এতেই বোঝা যায়, উনি কতটা ক্রীড়াপ্রেমী। এটা আমি, রাসেলসহ দলের সবার কাছে বড় প্রাপ্তি। শাহরুখের কোন গুণ ড্রেসিংরুমে সবচেয়ে বেশি প্রভাবিত করে? কার্তিক বলেন, মানুষ হিসেবেই উনি অসাধারণ। আমি বেশ কিছু সময়ই তার সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছি। লক্ষ্য করেছি, তার মানসিকতা অন্য ধরনের। তিনি বলেছেন, জয়োৎসব পালন নতুন কোনো ঘটনা নয়। তবে শাহরুখ যেভাবে হারকেও খেলা মনে করে গ্রহণ করেন, সেটা খুব কম মানুষই পারেন। বড় হৃদয়ের মানুষ না হলে এটা সম্ভব নয়। আমরাও সেটা ধীরে ধীরে আত্মস্থ করতে শুরু করেছি। কার্তিকের ব্যাখ্যা, ফলাফল নিয়ে মাথা না ঘামিয়ে কিং খান ভালো খেলা দেখতে পছন্দ করেন। ক্রিকেটারদের মানসিকতা দ্রুত ধরে ফেলতে পারেন। ফলে আমাদের কাজ সহজ হয়ে যায়। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ০৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KebPTJ
April 07, 2019 at 05:42PM
07 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top