করণ জোহরের টিভি শোয়ে গিয়ে বিতর্কিত মন্তব্য করার জ্বালা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুল। মহিলাদের নিয়ে অপ্রীতিকর মন্তব্য করায় ২০ লক্ষ টাকা করে জরিমানা হল দুই ক্রিকেটারের। বিসিসিআইয়ের ওম্বাডসমান ডি কে জৈন শনিবার শাস্তির কথা ঘোষণা করলেন। মাস কয়েক আগের কথা। রিয়ালিটি শো কফি উইথ করণ-এ গিয়ে হার্দিক বলেছিলেন, কোনও নাইট ক্লাবে গেলে আমি মেয়েদের নামও দেখি না। একটি মেয়েকে যে মেসেজ পাঠাই, সেই মেসেজই অন্য মেয়েদের পাঠিয়ে দিই। নিজের যৌনজীবন নিয়ে বলতে গিয়ে হার্দিক জানান তাঁর বাবা-মা তাঁর কাছে বন্ধুর মতো। নিজের প্রথম শারীরিক সম্পর্কের কথাও মাকে খোলাখুলি জানিয়েছিলেন তিনি। হার্দিকের সঙ্গে সুর মেলান রাহুলও। তারপর থেকেই বিতর্কের ঝড় ওঠে। সেই ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য তাঁদের সাসপেন্ড করেছিল বিসিসিআই। শোকজও করা হয়েছিল। বোর্ডের কাছে নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছিলেন তাঁরা। তাতেও বরফ গলেনি। পরে নির্বাসন স্থগিত রেখে তাঁদের ক্রিকেটে ফেরানো হলেও রিয়ালিটি শোয়ের ছায়া তাঁদের পিছু ছাড়েনি। আইপিএলের ব্যস্ততার মধ্যেই সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই ওম্বাডসমান বিচারপতি ডি কে জৈন এই দুই ক্রিকেটারকে তাঁর সামনে হাজির হওয়ার জন্য নোটিস পাঠিয়েছিলেন। সেই মতো হাজির হয়েছিলেন তাঁরা। সবদিক বিচার করে শনিবার রায় জানালেন ডি কে জৈন। বিসিসিআই ওয়েবসাইটে তিনি লেখেন, হার্দিক ও রাহুল ইতিমধ্যেই নির্বাসনের শাস্তি পেয়েছেন। মহিলাদের নিয়ে অশালীন মন্তব্যের পর নিঃস্বার্থ ক্ষমাও চেয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করা হবে না। তবে প্রত্যেককে ২০ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। যদিও এই জরিমানা বিসিসিআইয়ের খাতে যাবে না। ভারত কে বীর অ্যাপের মাধ্যমে দশজন শহিদ কলস্টেবলের পরিবারের হাতে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া বাকি দশ লক্ষ টাকা দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার জন্য দেওয়ার নির্দেশ দিয়েছেন ওম্বাডসমান। আগামী চার সপ্তাহের মধ্যে সমস্ত জরিমানা দিতে হবে তাঁদের। এমএ/ ০৭:৩৩/ ২০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vjPnOt
April 21, 2019 at 01:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন