ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএলে) পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে।তারা ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আজ যদি স্বাগতিক রাজস্থান রয়্যালসকে হারাতে পারে তাহলে ধোনির চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে শীর্ষে উঠবে মুম্বাই ইন্ডিয়ান্স।আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে রাজস্থান রয়্যালস একেবারে পয়েন্ট টেবিলের তলানীতে আছে। ৮ ম্যাচে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছে তারা।তাদের পয়েন্ট ৮। অবস্থান আট দলের মধ্যে সপ্তম স্থানে। আজকের ম্যাচে তিন পরিবর্তন করেছে রাজস্থান রয়্যালস। দলে ফেরানো হয়েছে স্টিভেন স্মিথ, বেন স্টোকস এবং রায়ান পারাগকে। বাদ দেয়া হয়েছে জস বাটলার, ইশা সোধি এবং রাহুল ত্রিপাথিকে। এক পরিবর্তন আনা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলে। জয়ন্ত যাদবের পরিবর্তে নেয়া হয়েছে মায়াঙ্ক মারকান্দেকে। রাজস্থান রয়্যালস আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, বেন স্টোকস, রায়ান পারাগ, জোফরা আরচার, স্টুয়ার্ট বিনি, স্রেয়াশ গোপাল, জয়দেব উনাড়কট, ধাওয়াল কুলকার্নি। মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বেন কাটিং, সুর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, রাহুল চাহার, মায়াঙ্ক মারকান্দে, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা। এইচ/১৯:৩০/২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W0TZFi
April 21, 2019 at 01:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top