জমি দিয়ে তিস্তার বাঁহাতি সেচ ক্যানালের জল পাচ্ছেন না কৃষকরা

শুভদীপ শর্মা, মৌলানিঃ কয়েক দশক পার হয়ে গিয়েছে। জমি দিয়ে তিস্তার বাঁহাতি সেচ ক্যানালের জল পাচ্ছেন না কৃষকরা। বাধ্য হয়ে পাম্প মেশিন ভাড়া করে জমিতে জলসেচের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন মৌলানি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কৃষক। এবার ভোটে তিস্তার এই বাঁহাতি ক্যানালকেই নির্বাচনের ইশ্যু করেছে বিরোধীরা। তবে শাসকদলের নেতারা বিরোধীদের এই ইশ্যুকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, গোটা রাজ্যের পাশাপাশি মাল ব্লক ও মৌলানিতে য়ে উন্নয়ন হয়েছে তা দেখেই মানুষ তাঁদের ভোট দেবেন।

মাল ব্লকের কৃষিপ্রধান এলাকার অন্যতম মৌলানি গ্রাম পঞ্চায়েত। এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। এলাকার কৃষকদের দাবি মতো কয়ে দশক আগে এলাকায় তিস্তার বাঁহাতি সেচ ক্যানালের সাব ক্যানাল তৈরির কাজ শুরু হয়। ক্যানাল তৈরির জন্য জমিও দেন এলাকার কৃষকরা। তবে দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও সাব ক্যানালের কাজ শেষ না হওয়ায় সেই অর্ধসমাপ্ত ক্যানাল কৃষকদের কোনো কাজেই আসছে না বলে অভিযোগ বিজেপি, বাম সহ বিরোধীদের। বিজেপির মাল পূর্ব মণ্ডলের সভাপতি রঞ্জিত রায় অভিযোগ করেন, কৃষিপ্রধান এই এলাকার কৃষকরা জমি দিয়ে সেচের জলের জন্য অর্থ খরচ করতে বাধ্য হচ্ছেন। গত সাত বছরে বর্তমান রাজ্য সরকার এই ক্যানালের জন্য কোনো কাজই করেনি বলে অভিযোগ তাঁর। নির্বাচনকে কেন্দ্র করে তাঁরা মৌলানিজুড়ে প্রচার শুরু করে দিয়েছেন। মানুষ নতুন সরকারের কাজে বীতশ্রদ্ধ। তাই তাঁরা ভালো ফলের আশায় রয়েছেন। স্থানীয় কংগ্রেস নেতা তরুণ বিশ্বাস জানান, সরকারি উদাসীনতায় ও লক্ষ লক্ষ টাকা ব্যয়ের পরও জমি দিয়ে কৃষকরা সেচের জল পাচ্ছেন না। কৃষকদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কোনো কাজই আজ পর্যন্ত করেনি। কৃষকরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তরুণবাবুর দাবি, নির্বাচনে এর প্রতিফলন দেখা যাবে।

তবে বিরোধীদের এই ইশ্যুকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতারা। স্থানীয় তৃণমূল নেতা মহাদেব রায় জানান, বর্তমান রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কাজ করে চলেছে। মাল ব্লকে কিষান মান্ডি চালু, মৌলানিতে মডেল হাট, এসজেডিএ-র তরফে হাট সংস্কারের কাজ, কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া, কৃষকদের উত্পাদিত পণ্যের সঠিক দাম দেওয়া- সবই রাজ্য সরকারের কৃতিত্ব। মহাদেববাবু জানান, মৌলানিতে সাব ক্যানাল তৈরির কাজ প্রায় শেষ পর‌্যায়ে আশা করা য়ায় অল্প সময়ে মধ্যে কৃষকরা ক্যানাল থেকে জল পেতে শুরু করবেন। মহাদেববাবু জানান, গোটা গ্রাম পঞ্চায়েছে তৃণমূল যথেষ্ট শক্তিশালী। আর জনগণও তাঁদের পাশে আছে।

The post জমি দিয়ে তিস্তার বাঁহাতি সেচ ক্যানালের জল পাচ্ছেন না কৃষকরা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UsNPjA

April 04, 2019 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top