মুম্বাই, ১৪ এপ্রিল- সোজা ক্যামেরার দিকে চোখ। মুখে লেগে আছে হাসি। পাশাপাশি বসে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান। না! নতুন কোনও গসিপের ইন্ধন নেই এই ছবিতে। কারণ এ ছবি সেই সুসময়ের। যখন ডেট করছিলেন এই দুই তারকা। হঠাৎ করেই পুরনো এই ছবি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত হম দিল দে চুকে সনম। সে ছবির সেটেই সালমান-ঐশ্বরিয়ার প্রেম গভীর হয়। তিন বছরের মধ্যেই অর্থাৎ ২০০২ নাগাদ ভাঙন ধরে সে সম্পর্কে। সালমানের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগও তুলেছিলেন ঐশ্বরিয়া। যদিও সে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সালমান। কিন্তু ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি। একদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন ঐশ্বরিয়া রাই। অন্যদিকে কখনও ক্যাটরিনা কাইফ, কখনও বা লুলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কের গসিপে জড়িয়ে পরতে থাকেন সল্লু মিঞা। এতদিন পরে পুরনো ছবি দেখেই নস্ট্যালজিয়ায় ভেসে চলেছেন অনুরাগীরা। ঐশ্বরিয়া রাই বচ্চন এখন অভিষেক বচ্চনকে বিয়ে করে সুখেই আছেন। অন্যদিকে, সালমান খান যে কবে বিয়ে করবেন, সেই ইঙ্গিত সম্ভবত কেউ দিতে পারবে না! সালমান খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ভারত ছবির শুটিং সদ্যই শেষ করেছেন। দাবাং থ্রি-তে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন সোনাক্ষি সিনহা। এ ছবির শুটিং চলছে। সঞ্জয় লীলা বানসালির ইনশাআল্লাহ সিনেমায় ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া ভাট। এ ছাড়া সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী কোরিয়ান সিনেমা ভেটেরান-এর স্বত্ব কিনে নিয়েছেন। এই সিনেমায়ও দেখা যাবে সালমানকে। এছাড়া ঐশ্বরিয়া রাইয়ের আগামী সিনেমা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর/০৮:১৪/১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UlEGW4
April 14, 2019 at 04:32PM
14 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top