ঢাকা, ১৪ এপ্রিল- পৃথিবীর সব জাতি তার নিজস্বতা ফুটিয়ে তুলতে চায়। সেটা দেখাতেও চায় পুরো বিশ্বকে। যার যার উৎসবের সেটা পায় ভিন্নমাত্রা। পহেলা বৈশাখ বাঙালির তেমনি এক উৎসব, তেমনি এক উদযাপন। আগামীকাল রোববার পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪২৫ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বছর ১৪২৬। আর এই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ! আইপিএল খেলতে এখন ভারত সফরে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। এরপর থেকে প্র্যাকটিস আর সাইড বেঞ্চে বসেই সময় কাটছে সাকিব আল হাসানের। আর/০৮:১৪/১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GpendT
April 14, 2019 at 04:00PM
14 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top