প্যারিসের নোতর দাম গির্জায় বিধ্বংসী আগুন

ওয়েব ডেস্ক, ১৬ এপ্রিলঃ বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ইউনেস্কোর হেরিটেজ সাইট ৮৫০ বছরের পুরোনো প্যারিসের নোতর-দাম ক্যাথিড্রাল। সোমবার রাতে প্যারিসের এই গির্জার চূড়ায় প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। গোটা গির্জার ছাদে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৪০০ দমকলের ইঞ্জিন। গির্জার ঘণ্টাফটক ভেঙে পড়ায় একজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন।প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

গোটা ঘটনায় শোকে স্তব্ধ সারা বিশ্ব। প্যারিসের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বলে স্বীকৃত অষ্টম শতাব্দীর এই গির্জা সারা দুনিয়ার পর্যটকদের কাছে দর্শনীয় স্থান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবশ্য জানিয়েছেন, ক্যাথিড্রালের মূল কাঠামো আগুনে হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। নতুন করে তৈরি করা হবে গির্জার চূড়া।

 

The post প্যারিসের নোতর দাম গির্জায় বিধ্বংসী আগুন appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ImB7gE

April 16, 2019 at 11:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top