আইপিএলের মাঝ পথেই জার্মান তারকার ডাকে সাড়া দিলেন শাহরুখ খান। সোমবার মাঠে বসেই আর্সেনালের খেলা দেখেন শাহরুখ খান। খেলা দেখার পর আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিলের সঙ্গে একই ফ্রেমে বন্দি হলেন বলিউড তারকা শাহরুখ খান। ঘরের মাঠে এমিরেটসের ফাঁকা গ্যালারিই হয়তো তাতিয়ে দিয়েছিল গানারদের। দলের নীরব বিপ্লবে সুদিন ফেরার আভাস পেয়ে ফাঁকা গ্যালারি আবার ভরে উঠেছে। সবশেষ জয়ের পর সমর্থকদের নতুন স্লোগান, আমরা আমাদের আর্সেনালকে ফিরে পেয়েছি। তা কী এমন করেছে আর্সেনাল? আহামরি কিছু নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে এই জয়ের আলাদা মাহাত্ম্য আছে। টটেনহ্যাম ও ম্যানইউকে পেছনে ফেলে এক লাফে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আর্সেনাল। ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগের শীর্ষ তিনে গানাররা। এমএ/ ১১:০০/ ০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FU8BAx
April 03, 2019 at 05:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top