চাঁপাইনবাবগঞ্জের গিলাবাড়ী সীমান্তে শনিবার বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় গিলাবাড়ি সীমান্ত এলাকার পিলার নম্বর ২০১/১১ এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র ১১ সদস্যের নেতৃত্ব দেন বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম সালাহ উদ্দীন। বিএসএফ’র ১১ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ’র ৪৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সৌরভ।
সৌহার্দপুর্ণ পরিবেশে প্রায় ১ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালন প্রতিরোধসহ সীমান্ত অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সীমান্তে বিরাজমান শান্তিপুর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হন। পাশাপাশি সীমান্তে যে কোন উদ্ভুত পরিস্থিতি সীমান্তচুক্তির আলোকে আলাপ আলোচনা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে সমাধানে উভয় পক্ষ থেকে অঙ্গিকার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৯
বেলা ১১টায় গিলাবাড়ি সীমান্ত এলাকার পিলার নম্বর ২০১/১১ এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র ১১ সদস্যের নেতৃত্ব দেন বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম সালাহ উদ্দীন। বিএসএফ’র ১১ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ’র ৪৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সৌরভ।
সৌহার্দপুর্ণ পরিবেশে প্রায় ১ ঘন্টাব্যাপি অনুষ্ঠিত পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালন প্রতিরোধসহ সীমান্ত অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সীমান্তে বিরাজমান শান্তিপুর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হন। পাশাপাশি সীমান্তে যে কোন উদ্ভুত পরিস্থিতি সীমান্তচুক্তির আলোকে আলাপ আলোচনা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে সমাধানে উভয় পক্ষ থেকে অঙ্গিকার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৯
from Chapainawabganjnews http://bit.ly/2Wbmgsv
April 27, 2019 at 03:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন