রোজায় বিক্রি করতে নিয়ে আসা ১ হাজার চার শ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৩৪০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ শেষে ধ্বংস করেছে। এসময় দু’ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাটোরের একটি কোল্ড স্টোরেজ থেকে বিক্রির উদ্দ্যেশ্যে মেয়াদোত্তীর্ণ খেজুর আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পুলিশ শহরের পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোরের গোডাউনে অভিযান চালায়। এসময় ১০ কেজি ওজনের ১ শ ৩৪টি মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেট জব্দ করা হয়। অভিযানে দোকান মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদিটোলা গ্রামের বিল্লাত আলীর ছেলে আফাজ উদ্দীন ও কর্মচারী মসজিদপাড়ার আজাদ আলীর ছেলে বাপ্পীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালত ভোক্তা সংরক্ষণ আইনে প্রত্যেককে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
অভিযানে জব্দ করা খেজুরগুলো মাটির নিচে চাপা দিয়ে নষ্ট করে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2Dyu00w

April 27, 2019 at 04:25PM
27 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top