শিবগঞ্জে পাটক্ষেতে বোমা বিষ্ফোরণে কলেজ ছাত্রসহ ২ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরে বোমা বিষ্ফোরণের ঘটনায় শনিবার এক কলেজ ছাত্রসহ ২ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হচ্ছে, শিবগঞ্জের উজিরপুরের সেরাজুল ইসলামের ছেলে ও উজিরপুর আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৮) ও একই গ্রামের তামসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম ফদু (৪৪)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিকদার মশিউর রহমান জানান, সকালে পাকা ইউনিয়নের বাবুপুরে একটি পাট ক্ষেতে কাজ করার সময় সেখানে পড়ে থাকার একটি ব্যাগ দাউলি দিয়ে সরাতে গেলে ব্যাগে থাকা বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে দু’জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আসলে আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মশিউর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2WaDrdU

April 27, 2019 at 04:29PM
27 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top