কলকাতা, ০৬ এপ্রিল- ব্যাপক উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। এবার বসিরহাট লোকসভার অন্তর্গত সুন্দরবন জোগেশগঞ্জে প্রচারের দ্বিতীয় দফায় অদিবাসীদের সঙ্গে নেচেগেয়ে গনসংযোগ করেন তিনি। সেখানে বক্তব্য দেন তৃণমূলের এই প্রার্থী। বক্তব্যে নুসরাত বলেন, বাংলার মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জির কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গর্বিত। নরেন্দ্র মোদি কন্যাশ্রী প্রকল্পকে কপি করেছেন। মমতা ব্যানার্জির কন্যাশ্রীকে কপি করলে ভালভাবে করতে পারতেন। কিন্তু মোদি একেবারে বাজেভাবে কপি করে বেটি বাঁচাও প্রকল্প করেন। তার জন্য সারা দেশে বরাদ্দ মাত্র ১০০ কোটি। বিজেপির সমালোচনা করে নুসরাত বলেন, আমি তো অভিনয় করি। বিজেপি নেতারা অনেক বড় অভিনেতা। গতকাল চাওয়ালা, আজ চৌকিদার, আগামীকাল আবার অন্য কিছু। বিজেপিকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে নুসরত বলেন, গেরুয়া জামা পরে ওরা বাংলায় ভোট চাইতে এসেছে। আমরা ভাতডালতরকারি খাই। ওরা রান্নাঘরে ঢুকে কী খাব না খাব সেটা ঠিক করে দিতে চাইছে। তথ্যসূত্র: ইত্তেফাক এআর/০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VrRYld
April 06, 2019 at 10:57PM
07 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top