মন্ট্রিল, ২৪ এপ্রিল- শোবিজ অঙ্গনের একসময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। বাংলালিংক, দেশের বিজ্ঞাপন দিয়ে রাতারাতি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে নাটক বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান বেশ পাকাপোক্তই করে নিয়েছিলেন। ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দায় জুটি বেঁধেছিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। ২০১২ সালে মুক্তি পাওয়া সে আমার মন কেড়েছে ছবিটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন শাকিব খানের এই নায়িকা। এরপর ব্যক্তিগত জীবনের উত্থান-পতন, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া থেকে আড়াল হওয়া, মাদকাসক্তি সব মিলিয়ে তার জীবন হয়ে উঠেছিল বিশৃঙ্খল ও বিপর্যস্ত। ক্যারিয়ারের উত্থানের সময় থেকেই স্ক্যান্ডাল আর ব্যক্তিজীবনের নানা বেপরোয়া জীবন যাপনের জালে জড়িয়ে পড়েন এ অভিনেত্রী। ইন্টারনেটে নগ্ন ভিডিও ফাঁস, শুটিংয়ের শিডিউল ফাঁসানোসহ মাদকসাক্ত হয়ে খবরের পাতায় খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী। এরপর তাকে মাঝে নাটকে দেখা গেলেও নিয়মিত হননি আর। অনেকদিন হয়ে গেল মিডিয়ার আড়ালেই রয়েছেন তিনি। শোবিজের কারো সাথে তেমন যোগাযোগও নেই বলে জানা যায়। জানা গেছে, একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিলে রয়েছেন এ অভিনেত্রী। সেখানেই বসবাস করছেন তিনি। অন্যদিকে, আমেরিকায় বসবাস করছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দেশের বাইরে থাকলেও মাঝে মাঝে দেশে আসেন তিনি। দেশে আসলে বিশেষ দিবসের কিছু নাটকে দেখা মিলে তার। সম্প্রতি এই দুই অভিনেত্রীর দেখা মিলল কানাডাতে। হঠাৎ করেই যেন তাদের দেখা। মঙ্গলবার (২৪ এপ্রিল) রিচি সোলায়মানের ফেসবুকে দুজনের একটি সেলফি পোস্ট করে সেখানে রিচি লিখেন, ও মাই গড। কানাডার মন্ট্রিলে তিন্নির সঙ্গে দেখা হয়ে গেল। কতদিন পর দেখা, কত জমে থাকা কথা। আশা করি, আবার দেখা হবে আমাদের। পোস্টে তার জবাবে তিন্নি লিখেন, কতদিন পর দেখা হলো। তারপরও মনে হয়েছে যে প্রতিদিনই কথা হয়েছে আমাদের। এইচ/২০:১৪/২৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UAKACP
April 25, 2019 at 02:14AM
24 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top