চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন সমাবেশ

প্রধানমন্ত্রী প্রুতিশ্রুত চাঁপাইনবাববগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে চাঁপাইনবাবগঞ্জবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী, সামাজিক সংগঠক শফিকুল আলম ভোতা, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি এরফান আলী, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, গোলাম শাহনেওয়াজ অপু, সাংবাদিক শহীদুল হুদা অলক, মনিরুজ্জামান মনির, জিয়াউর রহমান তোতা, জিয়াউর রহমান আরমান।
সমাবেশে বক্তারা বলেন, সবধরণে উপযোগিতা থাকার পরেও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছেনা। তারা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2VrLi9C

April 24, 2019 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top