চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল হোসেন ডালিম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ডালিম ওই গ্রামের আবুল কাসেমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বাড়ির সামনে ট্রাক্টর রাখার সামান্য ঘটনাকে কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ওই গ্রামের একটি চায়ের দোকানে ডালিমের সঙ্গে স্থানীয় আমিরুল, জিয়ারুল, তসিকুল ও মিজানের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ডালিমকে হাসুয়া দিয়ে কুপিয়ে যখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৪/৫ জন। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় জিয়ারুল (৪৫) কে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৪-১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বাড়ির সামনে ট্রাক্টর রাখার সামান্য ঘটনাকে কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ওই গ্রামের একটি চায়ের দোকানে ডালিমের সঙ্গে স্থানীয় আমিরুল, জিয়ারুল, তসিকুল ও মিজানের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ডালিমকে হাসুয়া দিয়ে কুপিয়ে যখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৪/৫ জন। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় জিয়ারুল (৪৫) কে আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৪-১৯
from Chapainawabganjnews http://bit.ly/2Dy3GUb
April 24, 2019 at 08:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.