ভারতের ক্রিকেট বোর্ড থেকে আর্থিক সুবিধা ভোগের পরও কেন আইপিএলের প্রাক্তন টিম মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িত শচীন টেন্ডুলকার? সম্প্রতি ভারতের ক্রিকেট লিজেন্ডের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের এমন অভিযোগ ভরা চিঠি হেসে উড়িয়ে দিয়েছেন টেন্ডুলকার। বলেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা ভোগ করেন না তিনি। কেবল টেন্ডুলকারই নন, এমন অভিযোগ উঠেছে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির (অ্যাডভাইজারি কমিটি) অন্য দুই সদস্য সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের বিরুদ্ধেও। মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্যের অভিযোগ, টেন্ডুলকার নিজে উপদেষ্টা কমিটির সদস্য হয়েও মুম্বাই ইন্ডিয়ানসের আইকন হিসেবে নিয়মিত বেতন পেয়ে থাকেন। পুরো ব্যাপারটিকে তিনি স্বার্থের সংঘাত হিসেবে অভিহিত করেছেন। তবে টেন্ডুলকার এর জবাবে বলেছেন, মুম্বাই ইন্ডিয়ানসের আইকন হিসেবে কাজ করলেও এটা বিনে পয়সার কাজ। ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে কোনো আর্থিক সাহায্য তিনি পান না। পাশাপাশি ক্রিকেট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও তার নেই। টেন্ডুলকার বলেছেন, বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হওয়ার অনেক আগে থেকেই তিনি মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত। এই ফ্র্যাঞ্চাইজিটির সাবেক ক্রিকেটার হিসেবে তিনি এটির আইকন। বিসিসিআই পুরো ব্যাপারটি জেনেই তাঁকে এই উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়েছে। তিনি যা করছেন তাতে স্বার্থের সংঘাত ঘটার কোনো কারণই নেই। এমএ/ ০২:২২/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UQ3QMp
April 29, 2019 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top