প্রশাসনের ১৪৪ ধারা জারিতে নাচোলে পন্ড আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে উভয় গ্রুপই কর্মসুচি করতে পারেনি। তবে জারি করা ১৪৪ ধারা মাত্র ১ ঘন্টার মাথায় প্রত্যাহার করা হয়।
নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাড়িতে গত ৪ এপ্রিল রাতে দূর্বৃত্তরা হামলা চালায়। এঘটনায় ১৯জনকে আসামী করে নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসহাক আলীসহ দুই জনকে গ্রেফতার করে। ইসহাকের মুক্তির দাবিতে আওয়ামী লীগের একটি অংশ বৃহস্পতিবার উপজেলা চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। একই স্থানে আরেকটি পক্ষ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
 নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ও ওসি জোবায়ের আহম্মেদ জানান, মামলার বাদী ও আসামী পক্ষ নাচোল উপজেলা পরিষদ চত্ত্বরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
পরে দুই পক্ষ আলোচনার ভিত্তিতে কর্মসূচি পালন করবে বলে সম্মত হলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৯






from Chapainawabganjnews http://bit.ly/2UwNflw

April 11, 2019 at 05:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top