কালিনগরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আলিউল ইসলাম (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত আলিউল কালিনগর মীরের চরা গ্রামের আব্দুল করিমের ছেলে।
চাঁপাইনবাবঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ-ওসি (অপারেশন) ইদ্রিস আলী জানান, সকাল ৮টার দিকে আলিউল মোটর সাইকেলযোগে কালিনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় কালিনগর বকরিপাড়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2G4bnlI

April 11, 2019 at 05:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top