অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের একটিতেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। ব্যাটিং বা বোলিংয়ে গড়বড় পাকিয়ে শেষ মুহূর্তে সহজ জয় হাতছাড়া করার ঘটনাও ঘটিয়েছে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলটি। বিশ্বকাপের আগে পারফরম্যান্সের এমন হতশ্রী রূপ যে কোনো দলের জন্যই অনেক বড় ধাক্কা। কিন্তু দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক মনে করেন, আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই যাবে পাকিস্তান। এমন বক্তব্যের পেছনে ইনজামামের যুক্তিটাও অবশ্য খারাপ নয়। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা আমাদের প্রধান সাতজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিলাম। শেষ দুই ম্যাচে দশজন ক্রিকেটার বিশ্রামে ছিল। কিন্তু এর পরও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমরা দারুণ লড়াই করেছি। এটা কিন্তু খুব ভালো একটা দিক এবং আমি একটা ইতিবাচক ধারণাই পেয়েছি। বিশ্বকাপে দারুণ একটা দল তৈরির ব্যাপারে আমি আত্মবিশ্বাসী এবং আশা করছি, আমরা টুর্নামেন্টে ভালো পারফর্ম করব। আমি মনে করি, বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তান অবশ্যই অন্যতম ফেভারিট দল। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পেছনেও যে বিশ্বকাপই কারণ হিসেবে কাজ করেছে, সেটাও জানালেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক, বিশ্বকাপের আগে আমাদের ক্রিকেটারদের বিশ্রামের দরকার ছিল, কারণ ইংল্যান্ডে আমাদের ব্যস্ত সূচি রয়েছে। এ কারণেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল, আর একই সঙ্গে বাকি ক্রিকেটারদের সামর্থ্য দেখে নেওয়ারও একটা ব্যাপার ছিল। তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ ভালোভাবেই রেখেছে। আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের প্রাথমিক দল। আগামী ১৫ ও ১৬ এপ্রিল ফিটনেস টেস্টের পর চূড়ান্ত করা হবে স্কোয়াড। এরপর আগামী ২৩ এপ্রিল ইংল্যান্ডের বিমানে উঠবে সরফরাজ আহমেদের দল। সেখানে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ৩১ মে নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এমএ/ ০৬:০০/ ১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2P4lZFm
April 11, 2019 at 12:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top