অমরাবতী, ১১ এপ্রিলঃ ভোটকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন এক প্রার্থী। এর জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের গুন্টাকাল বিধানসভা কেন্দ্রের একটি বুথের।
বৃহস্পতিবার সকালে অনন্তপুর জেলার গুটি বুথে ভোট দিতে যান জনা সেনা-র বিধানসভার প্রার্থী মধুসুদন গুপ্তা। ভোট দিতে গিয়ে দেখেন, ইভিএমে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের নাম ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর এনিয়েই পোলিং অফিসারদের সঙ্গে বচসা শুরু করে দেন তিনি। শেষপর্যন্ত ইভিএম তুলে আছাড় মারেন মাটিতে। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভা ও লোকসভার ২৫ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। সকালে গুন্টুর বিধানসভার বহু কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যায়। এতে বহু জায়গায় ইভিএম ভেঙে দেন ক্ষুব্ধ ভোটাররা। একের পর এক ইভিএম বিকল হওয়ার খবর আসতে থাকায় ভিভিপ্যাট গোনার দাবি জানাবেন চন্দ্রবাবু নাইডু। এমনটাই জানিয়েছেন তিনি।
The post ভোটকর্মীদের সঙ্গে বচসার জের, ইভিএম ভাঙলেন প্রার্থী appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gg7xHr
April 11, 2019 at 01:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন