কালিম্পংয়ে অমিতের সভায় উড়ল মোর্চার পতাকা

কালিম্পং, ১১ এপ্রিলঃ কালিম্পংয়ে ডাঃ গ্রাহাম হোমসের রোনাল্ড শা পার্কে বৃহস্পতিবার সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও অমিত শার আসতে দেরি হওয়ায় সভা শুরু হয় দেরিতে। তবে, সভা ঘিরে স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। আজ পাহাড়ের আবহাওয়া ভালো থাকায় বহু মানুষ সভায় উপস্থিত হন। এর মধ্যে বড়ো অংশই ছিল মহিলা। বেশ কয়েকজন বৃদ্ধাকেও ভিড়ে উপস্থিত থাকতে দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকেই এসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা হাতে। বিমল গুরুং পাহাড় ছেড়ে চলে যাওয়ার পর আড়াআড়ি ভাগ হয়ে যায় মোর্চা। মোর্চার একাংশ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। আর সেই সমর্থনকে কাজে লাগিয়ে এবার দার্জিলিং লোকসভা আসন দখলের স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মোর্চা সমর্থকদের একটা বড়ো অংশ যে এখনও বিজেপির সঙ্গে রয়েছে তা এদিনের ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে।

The post কালিম্পংয়ে অমিতের সভায় উড়ল মোর্চার পতাকা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2IsiZkv

April 11, 2019 at 01:04PM
11 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top