ইসলামাবাদ, ২০ এপ্রিল- পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় সাবেক এক টেস্ট ক্রিকেটার গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকালে টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির অফিসিয়াল টুইট বার্তায় বলা হয়, আমাদের টেস্ট ক্রিকেটার এবং আম্পায়ার মোহাম্মদ নাজির জুনিয়র (৭৩) সড়ক দুর্ঘনায় আহত হয়েছেন। আমরা নাজির জুনিয়রের দ্রুত সুস্থতা কামনা করছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেবে। ১৯৪৬ সালে পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাজির। ১৯৬৪ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়া নাজিরের জাতীয় দলে অভিষেক হয় ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯৮৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলেন নাজির। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি। সূত্র: যুগান্তর আর এস/ ২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Gmtbsi
April 21, 2019 at 01:56AM
20 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top