ঢাকা, ২৬ এপ্রিল- অভিনেতা, গায়ক ও ক্রিকেট তারকাদের ফেসবুক পেজের দিকে সবসময়ই দৃষ্টি থাকে নেট জনতার। এসব সেলিব্রেটি কোনো ছবি পোস্ট করলে বা স্ট্যাটাস দিলে তাতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে। ইতিবাচক, নেতিবাচক কমেন্টে ভেসে যায় সেই পোস্ট। এবার ফেসবুকে একটি ক্লোজ শট সেলফি পোস্ট করে বির্তকের বেড়াজালে আটকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সেই ছবিটি ইতিমধ্যে কমেন্টে ভেসে গেছে। তবে ইতিবাচকের চেয়ে নেতিবাচক মন্তব্য জমা পড়ছে মুহুর্মুহু। আজ (শুক্রবার) দুপুরে সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে তিনি গাড়িতে বসে আছেন। তার মুখভর্তি দাড়ি। সেলফিটির ক্যাপশনে সাকিব লিখেছেন, জুমা মুবারক। এটি পোস্টের পরপরই ভাইরাল হয়ে পড়ে। ইতিমধ্যে ছবিটিতে ২লাখের বেশি লাইক জমা পড়েছে। কমেন্ট পড়েছে দুই হাজারের কাছাকাছি। এসব কমেন্টের বেশিরভাই নেতিবাচক। মূলত তার এই লম্বা দাড়ি নিয়েই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বইছে। বিভিন্নভাবে নিজেরদের প্রতিক্রিয়া জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। সাকিবের এই দাড়ি কি কৃত্রিম! নাকি এডিট করা ফটো সে বিষয়ে প্রশ্ন ছুঁড়ছেন কেউ কেউ। এডিট হয়ে থাকলে দাড়ি নিয়ে কেন এমনটা করতে গেলেন তিনি সে বিষয়ে প্রশ্ন করেছেন অনেকে। সাকিবের ওই সেলফিতে অনেকেই খুশি হয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে ভালো এবং সুন্দর দেখাচ্ছে। ইব্রাহিম খলিল দিপু নামের আইডি কমেন্ট করেছেন, সাকিব ভাই, খুশি হলাম আপনার এমন পরিবর্তন দেখে। কিন্তু ভাবীকেও কি আপনার মত ইসলামি নিয়ম কানুনের ভেতর নিয়ে আসা যায় না? ইজাজুর রহমান ইমন লিখেছেন, মাশাআল্লাহ,অনেক সুন্দর লাগছে আপনাকে ভাই। আল্লাহ কবুল করুন। এসব প্রশংসাসূচক কমেন্টের মাঝেও আসিফুল অভি নামের আইডি লিখেছেন, হুজুগে খুশি হওয়ার আগে ছবিটা জুম করে দেখেন! এইটা লাগানো দাড়ি! বিঃদ্রঃ দাড়ির আঠাযুক্ত স্টিকার দেখা যাচ্ছে! আবু সাঈদ তুহিন বলছেন, মাশাআল্লাহ লেখার আগে ফটোটা জুম করে দেখুন...সাকিব এটা না করলেও পারতো। ফয়সাল আহমেদ লিখেছেন, ফেক দাড়ি। মনে হচ্ছে স্টিকার দিয়ে লাগানো? মহিউদ্দিন হাওলাদার বলছেন, দাড়ি নিয়ে তামাশা করার কারণ কি? এটা নবীর সুন্নত, তামাশা করবেন না। মেহেদি ইএনএফর মন্তব্য, ভাই ফেক দাড়ি লাগিয়ে ছবি দেয়ার কি দরকার ছিল???? শুধু শুধু নিজের মানসম্মানটুকু ডুবাইলেন। আবদুর রহমান রায়হান স্মিথ বলছেন, সাকিব ভাই, নিজেকে নিজে ট্রল করার সুযোগ করে দিচ্ছেন কেন? মো. তৌফিকুল ইসলাম লিমন লেখেন, আমি আপনার খুব ভক্ত...তবে স্যার যদি দাড়ি রাখেন তাহলে একেবারে রাখবেন। দয়া করে নবীর সুন্নত নিয়ে ফ্যাশন করবেন না। ছবিটি বছর খানেক আগের বলে মনে করছেন মামুন রশিদ। ব্যাখ্যাসহ তিনি লিখেছেন, ১ বছর আগের পিক দিয়া জুম্মা মুবারক ট্যাগ বসাইয়া দিলেন। ২ দিন আগেও সানরাইজের হয়ে ক্লিন সেভ এ খেললেন। জুম্মা মুবারকের সঙ্গে যে দাড়িওয়ালা পিক থাকা লাগবে এমন কথা না। আপনার রিসেন্ট পিক দিয়েও এটা করা যেত। সাকিব থেকে এমন একটি বোকামো হতে পারে না বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে শোয়েব সৈকত নামের আইডি বিরূপ মন্তব্য করতে অনুরোধ করেছেন। সাকিবের এই দাড়ির বিষয়টি ভুয়া জানিয়ে তিনি বলেন, ফেক হোক। তাওতো অনেক সুন্দর লাগছে। বাজে কমেন্ট না করে ভাইকে উৎসাহ দিন। সত্যিই যেন এমন দাড়ি রাখেন। আসলেই অনেক সুন্দর লাগছে। নূরানি চেহারা। বিটিডাব্লিউ কমেন্ট, বাংলা ছবির আলগা দাড়ি লাগানো সাইড নায়কের মতন লাগতেছে। এ ছবিটির বিষয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকে কোনো তথ্য এখনও জানা যায়নি। এর আগেও ফেসবুকে সাকিবের লুঙ্গি পড়া ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছিলো। সে ছবি নিয়ে কয়েকদিন রসিকতায় মেতেছিল নেট জনতা। এন এ/২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UHmZAn
April 26, 2019 at 09:28PM
26 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top