বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: লন্ডন সফরকালে ওয়েস মিনিষ্টার কুইন এলিজাবেদ সেন্টারের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার ঘটনায় সিলেটের বিশ্বনাথ থানায় এক বহিস্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গতকাল বিকেলে থানায় এই অভিযোগটি দায়ের করেন উপজেলার রামপাশা ইউনিয়নরে দোহাল গ্রামের ফিরোজ আলীর পুত্র আসাদ আহদ (৩০)। অভিযোক্ত ওই বিএনপি নেতা লন্ডন কলচেষ্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের ইন্তাজ আলীর পুত্র। মিছবাহ উদ্দিন দেশে এসে দলীয় আদেশ অমান্য করে গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
আসাদ আহমদ তার অভিযোগে উল্লেখ করেন, ২০১৮সালে তৎকালিন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে সফরকালে ২১ ও ২২ সেপ্টেম্বর ওয়েস মিনিষ্টার কুইন এলিজাবেদ সেন্টারের সামনে তার উপর হামলা চালানো হয়। এসময় মিছবাহ উদ্দিনের নেতৃত্বে দলবদ্ধভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে শেখ হাসিনার পথরুদ্ধ করে ঢিল মারা হয়। পরদিন আবারও তার নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ঝাঁড়– প্রদর্শন করে দেশদ্রোহী শ্লোগান দেয়। বর্তমানে মিছবাহ উদ্দিন দেশে এসে ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে তার নেতৃত্বে সাঙ্গপাঙ্গরা সরকার উৎখাতসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত রয়েছেন। এমনকি জঙ্গি সংগঠন জামাতের সাথে আতাঁত করে গোপনে একাধিকবার রাষ্ট্রবিরোধী বৈঠক করেছেন বলে উল্লেখ করেন। তাই তিনি মিছবাহ উদ্দিন ও তার সহযোগী সন্ত্রাসীদের রাষ্ট্রবিরোধী কাজ বন্ধ করতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য ওই আবেদন করেন। তবে দেশে অবস্থানরত মিছবাহ উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ওইদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
এব্যাপারে অভিযোগ প্রাপ্তীর বিষয়টি স্বীকার করে থানার ওসি শামছুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাটি হচ্ছে লন্ডনে। তার পরেও অভিযোগের আলোকে যদি কোনো সুযোগ তাকে তাহলে ব্যবস্থা নেব।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2YYgVXi
April 07, 2019 at 10:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন