কোচবিহার, ২০ এপ্রিলঃ বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয়ী কোচবিহারের চার প্রতিযোগীকে সংবর্ধনা দিল কোচবিহার মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন। শনিবার কোচবিহার স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে স্মারক, উত্তরীয়, বই সহ নানা সামগ্রী দিয়ে প্রলয় বন্দোপাধ্যায়, অতিন্দ্র বর্মন, সঞ্জয় ধর ও ফিরদৌস আলিকে সংবর্ধনা দেওয় হয়।
প্রসঙ্গত, ৮ থেকে ১০ মার্চ বাংলাদেশের ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৪টি পদক জিতেছিলেন তাঁরা। জাতীয় দলের হয়ে প্রলয় বন্দোপাধ্যায় (৬০-৬৫ বছর) ১০০ ও ২০০ মিটার দৌড়, রিলে ৪x১০০ মিটারে সোনা, ডিসকাস থ্রোতে রুপো ও লং জাম্পে ব্রোঞ্চ পেয়েছিলেন। অতিন্দ্র বর্মন (৪৫-৫০ বছর) পেয়েছিলেন হাইজাম্পে সোনা, লং জাম্প ও জ্যাবলিং থ্রোতে রুপো। সঞ্জয় ধর (৪৫-৫০ বছর) ১০০ ও ২০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। ফিরদৌস আলি (৪০-৪৫ বছর) ১৫০০, ৩০০০ ও ৫০০০ মিটার দৌড়ে রুপো এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্চ পেয়েছিলেন। তাঁরা সকলেই কোচবিহার মাস্টার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য। সংস্থার সভাপতি রমেন্দ্রকুমার ভট্টাচার্য জানিয়েছেন, দেশের হয়ে পদক জয় করে এনেছেন তাঁরা। এই সাফল্যের জন্য সংবর্ধিত করা হল তাঁদের।
সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর
The post বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয়ীদের সংবর্ধনা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2XrZnRR
April 20, 2019 at 08:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন