ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অকালেই পৃথিবী থেকে চলে গেলেন স্কটল্যান্ডের অল-রাউন্ডার কন দে লাঙ্গে (৩৮)। শুক্রবার (১৯ এপ্রিল) টিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পড়ার পর, ক্রিকেট স্কটল্যান্ড তার চিকিত্সায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হয় লাঙ্গের জন্য। শুক্রবার তার সেই লড়াই থেমে যায়। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কন দে লাঙ্গে ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে স্কটল্যান্ডের হয়ে ১৩টি একদিনের ম্যাচ ও ৮টি টি-২০ খেলেছেন। স্ত্রী ও দুই সন্তান রেখে গিয়েছেন। এইচ/২০:২৫/২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UuKb4u
April 21, 2019 at 02:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top