মুম্বাই, ০৩ এপ্রিল- গত ২৪ ফেব্রুয়ারির (রোববার) পর হঠাতই আলোচনায় চলে আসেন ঢাকাই ছবিতে অনেকদিন ধরে অনুপস্থিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা। সেদিন বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার নিহত পলাশ ওরফে মাহিবি, সিমলার সাবেক স্বামী খবর প্রকাশের পরই আলোচনায় চলে আসেন এই চিত্রনায়িকা। তাকে নিয়ে বেশকিছু সংবাদ প্রকাশ করা হয়। এমনকি ভারতের মুম্বাইয়ে থাকা অবস্থায় তার সাক্ষাৎকার প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তখন তিনি বলেছিলেন, এপ্রিলে দেশে ফিরবেন। তবে এবার কবে নাগাদ দেশে ফিরবেন তা জানার জন্য যোগাযোগ করা হলে সিমলা জানান, এখানে বিলাস বহুল জীবনযাপন করছি না আমি যে এখানে থাকার সাধ রয়েছে। তিনি জানান, চার মাস ধরে মুম্বাইয়ে মীরা রোডের একটি ভাড়া বাড়িতে আছি। সাধারণ ও সাদামাটা জীবনযাপন করছি। এরপর তিনি বলেন, আমি যদি না খেয়ে থাকি, তাহলে আমাকে কেউ খাবার দিবে না। বাংলাদেশ থেকে কী আমার খাবার দিয়ে যাবে? সিমলা অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বলিউডে অভিনয় করার একটা সুযোগের আশায় এভাবে মুম্বাইয়ে পড়ে আছেন বলে জানান সিমলা। বলিউডে অভিনয় তার স্বপ্ন জানিয়ে ম্যাডাম ফুলি খ্যাত এই চিত্রনায়িকা আরও বলেন, আমি মনে করি আমার এখনও বলিউডের নায়িকা হওয়ার যোগ্যতা আছে। ভাগ্য সহায় হলে বলিউডের সিনেমায় কাজ পেয়ে যাব। উল্লেখ্য, ২০১৮ সালের মার্চ মাসের ৬ তারিখে পলাশকে বিয়ে করেন সিমলা। দীর্ঘ নয় মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে সিমলা বলিউডে সফর নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর/০৮:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Uqyhg7
April 03, 2019 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top