আসানসোল, ০৬ এপ্রিল- শুক্রবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন প্রচারের জন্য গিয়েছিলেন জামুড়িয়ার চারটি এলাকায় নিংঘা, কেন্দা, বীজপুর এবং নন্ডি গ্রামে। শুক্রবার ছিল তঁার মা সুচিত্রা সেনের জন্মদিন। মুনমুন বললেন, আজ আমার মায়ের জন্মদিন। আজ তোমরা আমাকে খুশি করে দাও। আমার মায়ের আত্মার শান্তির জন্য তার মেয়ে এসেছে তোমাদের কাছে তার নাম রাখার জন্য। মমতা ব্যানার্জির নাম রাখার জন্য। কথা দাও তোমরা তা রাখবে। মাকে আজ প্রণাম করে আসতে ভুলে গেছি। কিন্তু তোমাদের প্রণাম করলাম, সেটাই অনেক। এরপর প্রসঙ্গ পাল্টে মুনমুন বলেন, কংগ্রেস গরিবদের জন্য কোনও কাজ করেনি। তারপর এল সাঙ্ঘাতিক বামফ্রন্ট। ৩৪ বছর তারা এই রাজ্যে ছিল। গরিবদের শেষ করে দিয়েছে। সিপিএম বড়লোক হয়ে গিয়েছিল। পাঁচ পয়সার কাজ করেনি গরিবদের জন্য। এই বাংলা দিদির। আমাদের। এখানে হিন্দু, মুসলিম, শিখ সব একসঙ্গে মিলেমিশে কাজ করে। দিদি আমাদের শক্তি দিতে আসেন। অভিষেক ব্যানার্জি আছে। মিষ্টি ছেলে। এই দুজনের ওপর ভরসা করে চলো আমরা এগিয়ে যাই। এমএ/ ০৪:১১/ ০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FNxhcw
April 06, 2019 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top