ক্রিকেট পুরুষ ভদ্রলোকদের খেলা নামে পরিচিত ছিল। তবে সেই ধারা থেকে বেরিয়ে নারীরাও এখন সমানতালে ক্রিকেট খেলছে। এবার এক নারী দীর্ঘদিনের একটি ইতিহাস ভেঙে দিলেন পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে। পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্লেইর পোলোসাক। আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টুয়ের শনিবার (২৭ মে) স্বাগতিক নামিবিয়া বনাম ওমানের চলমান ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ৩১ বছর বয়সী ক্লেইর আগে ২০১৭ সালের অক্টোবরে প্রথম নারী আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সাল থেকে শুরু করে তিনি ১৫টি আর্ন্তজাতিক নারী ক্রিকেট ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন। নতুন এক ইতিহাস গড়ার সময় ক্লেইর বলেন, মহিলারা কেন ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবে না তার কোনো যথাযথ কারণ নেই। এই ধরনের বাধা ভাঙতে হবে। এমএ/ ০৮:০০/ ২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vqP1G5
April 28, 2019 at 02:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top