তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় ছবিগুলো ভারত ছাড়িয়ে এখন সারাবিশ্বের মানুষের মন জয় করেছে। আশ্চর্য্যজনক হলেও সত্য, দক্ষিণের অনেক তারকা বলিউডের অনেক নামি অভিনেতার চাইতেও বেশি আয় করেন। জেনে নিন আপনার প্রিয় দক্ষিণী সিনেমার নায়কদের আয়: রজনীকান্ত: দক্ষিণ ভারতের সবচাইতে ধনী তারকাদের একজন হলেন রজনীকান্ত। তিনি প্রতি ছবিতে ৫০-৬০ কোটি রুপি পারিশ্রমিক নেন। কমল হাসান: তামিল এবং হিন্দি ছবির জনপ্রিয় নায়ক কমল হাসান প্রতি সিনেমায় ২৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন। নাগার্জুনা: প্রতি ছবিতে কাজের জন্য ৭ থেকে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন এই তারকা। সুরিয়া: দীর্ঘ অভিনয় জীবনে একাধিক হিট এবং ফ্লপ সিনেমা আছে সুরিয়ার। তিনি প্রতি সিনেমার জন্য ১৭ থেকে ২০ কোটি রুপি নিয়ে থাকেন। বিক্রম: দক্ষিণের সিনেমার সবচাইতে ধনী তারকাদের একজন হলেন তামিল অভিনেতা বিক্রম। প্রতি সিনেমায় তিনি ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। মহেশ বাবু: যে কোনো ছবিতে মহেশ বাবুকে নিতে চাইলে খরচ করতে হয় ১৮ কোটি রুপি। প্রভাস: বাহুবলিতে কাজ করার জন্য প্রভাস নিয়েছিলেন ২৫ কোটি রুপি। বর্তমানে এর চাইতেও অনেক বেশি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস। জুনিয়র এনটিআর: প্রতি ছবিতে কাজের তারতম্যের ভিত্তিতে ১৮ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন জুনিয়র এনটিআর। রাম চরণ: তেলেগু সুপার স্টার রাম চরণ প্রতি ছবিতে ১২ থেকে ১৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে ট্রিপল আর ছবির জন্য পারিশ্রমিক কিছুটা বেশি নিয়েছেন। রাজমৌলির ছবি বলে কথা। আল্লু অর্জুন: প্রতিটি সিনেমায় ১৪ কোটি রুপি পারিশ্রমিক নেন আল্লু অর্জুন। এবছর এই স্টাইলিশ সুপারস্টারের এএ১৯ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ধানুশ: সেরা অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ধানুশ প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ কোটি রুপি নিয়ে থাকেন। বিজয় দেভেরাকন্দ: অর্জুন রেড্ডি, গীতা গোবিন্দম, টেক্সিওয়ালার মতো সুপারহিট সিনেমার পরে প্রতি সিনেমায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন বিজয় দেভেরাকন্দ। এমএ/ ০৭:৩৩/ ২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DzRNxa
April 28, 2019 at 01:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top