কলকাতা, ২৫ এপ্রিল- বড়জোর আর ৩ মাস মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভার শেষে এমনটাই জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ৩০টির বেশি আসন নিয়ে কেন্দ্রে সরকার গড়বে বিজেপি। ২৩ মের পরই তৃণমূল বিধায়করা দল বেঁধে বিজেপিতে যোগদান করবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ আর বড়জোড় ৩ মাস। প্রধানমন্ত্রীকে মমতার মিষ্টি-পাঞ্জাবি পাঠানো প্রসঙ্গে কৈলাস বলেন, এটা আমাদের রাজনৈতিক সৌজন্য। বিরোধীদের সঙ্গে রাজনীতিতে লড়াই থাকতে পারে। ব্যক্তিগত বিরোধ থাকা উচিত নয়। আমরা অটলবিহারী বাজপেয়ীর কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। সোমবার বনগাঁয় যোগীর সভায় শান্তনু ঠাকুরের অনুপস্থিতি নিয়ে কৈলাসের সাফাই, শান্তনু অসুস্থ ছিল। তাই যেতে পারেনি। তাতে অন্য অর্থ খোঁজা উচিত নয়। এদিন বারাসতে দলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী সায়ন্তন বসু ও দমদম কেন্দ্রের শমীক ভট্টাচার্যের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে সামিল হয়েছিলেন কৈলাস। এমএ/ ০৭:৪৪/ ২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZzhMy3
April 26, 2019 at 01:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top