নয়াদিল্লি, ২৭ মে- বিশ্বকাপের চূড়ান্ত একাদশে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে মোহাম্মদ শামিকেই রাখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ডেথ বোলিংয়ে দারুণ উন্নতি করেছে শামি। বিশেষ করে ইয়র্কার আগের থেকেও শাণিত হয়েছে। ডেথ ওভারে শামি ও বুমরা হচ্ছে ভারতের সেরা তাস। একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সৌরভ মনে করেন, এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন শামি। বিশ্বকাপে শামির সেরাটাই দলের কাজে লাগানো উচিত বলে মনে করেন কলকাতার মহারাজ। সৌরভ গাঙ্গুলী বলেন, আমি হলে মোহাম্মদ শামিকেই খেলাতাম। আইপিএলে শামি যে শুধু ভাল বোলিং করেছে তা-ই নয়, ভারতের হয়ে সারা বছর ধরে ভাল খেলে চলেছে। সৌরভ মনে করেন, তৃতীয় সিমার হিসেবে হার্দিক পান্ডেকে ব্যবহার করা উচিত। তিনি বলেন, আমি মনে করি, টুর্নামেন্টের শুরুর দিকে যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডেকে নিয়ে পেস আক্রমণ সাজানো উচিত। সূত্র: যুগান্তর আর এস/ ২৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Kg3eOT
May 27, 2019 at 08:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন