আর মাত্র তিনদিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। চূড়ান্ত পর্বের আগে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। এদিকে সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের পাঁচটি ম্যাচের সবগুলো টিকেট বিক্রি হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং ইংল্যান্ডে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিই মূলত দ্রুততম সময়ের মধ্যে টিকিট বিক্রি হওয়ার কারণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সান দিয়েছে এই চমকপ্রদ তথ্য। জনপ্রিয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপ শুরু না হলেও ইতোমধ্যে বাংলাদেশ দলের পাঁচটি ম্যাচের টিকেট ফুরিয়ে গেছে। এই পাঁচটি ম্যাচ হল- ২ জুন ওভালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, ৮ জুন কার্ডিফে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, ১১ জুন ব্রিস্টলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, ২ জুলাই এজবাস্টনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ এবং ৫ জুলাই লর্ডসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এদিকে শুধু মূল টুর্নামেন্টের ম্যাচগুলোতেই নয়, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচকে কেন্দ্র করেও ব্যাপক আগ্রহ কাজ করছে সমর্থকদের মধ্যে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গেলে মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচে কার্ডিফের গ্যালারি দর্শকে টইটম্বুর থাকবে বলেই অনুমান করা হচ্ছে। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VSfnLJ
May 27, 2019 at 08:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top