ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শাকিব খানের সাথে জুটি বেধে আলোচনায় আসেন এই অভিনেত্রী। আসছে রোজার ঈদে বুবলীর অভিনীত পাসওয়ার্ড সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। মিডিয়ার সামনে খুব কম আসেন এই অভিনেত্রী। নতুন সিনেমার কাজ শুরু হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বুবলি বলেছেন, আসলে কোনো কিছু চূড়ান্ত না হলে আমি তা গণমাধ্যমে বলতে চাই না। আর আমার আগেই তো সবাই আমার সিনেমার খবর পেয়ে যায়। যা হয়তো আমিই জানি না। তাই নিশ্চিত খবর হওয়া পর্যন্ত নতুন সিনেমার খবর এখনই বলতে চাই না। শাকিব খানের বাইরে বুবলীকে এখনও অন্য কোনো নায়কের সাথে দেখা যায়নি। শাকিবের বাইরে কবে বুবলীকে দেখা যাবে? বুবলীর কাছে এটা যেনো নিয়মিত প্রশ্ন। তাই হয়তো বুবলীর সিনেমার সংখ্যাটাও কম। তবে সিনেমার সংখ্যা নিয়ে মোটেও চিন্তিত নয় এই নায়িকা। বরং ঢালিউডে নিজের অবস্থান নিয়ে বেশ সচেতন ও সন্তুষ্ট তিনি। বুবলী বলেন, অনেক সিনেমা করতে হবে এটাতে আমি বিশ্বাস করি না। আর আমার সিনেমার সংখ্যা নিয়েও আমি সন্তুষ্ট। শাকিবের বাইরে সিনেমা করবো না এমনটা আমি কোথাও বলিনি। আর একজন শিল্পী হিসেবে আমিও ভিন্ন ভিন্ন প্রডাকশনে কাজ করতে চাই। কিন্তু ইন্ডাস্ট্রিতে আমার শুরুটা বেশ ভালো একটা প্লাটফর্ম থেকে এবং সেখান থেকে দর্শকদের ভালোবাসাও আমি পেয়েছি। সেই জায়গা থেকে ভালো কোনো প্রোডাকশনে আমি অবশ্যই কাজ করতে চাই। কিন্তু সেই জায়গাটা যদি আমার বর্তমান কাজের জায়গা থেকে বেটার না হয় সেখানে আমি অবশ্যই কাজ করবো না। তবে একজন শিল্পী হিসেবে আমার কাজের পরিধিটা আরো বাড়াতে চাই। আর এস/ ১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VjrRfr
May 11, 2019 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top